দেশ বিভাগে ফিরে যান

PF অ্যাকাউন্টে ভুল নাম বা জন্ম তারিখ? সহজেই বদলান অনলাইনে, জেনে নিন পুরো পদ্ধতি

June 20, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: প্রভিডেন্ট ফান্ড (Provident Fund বা PF) প্রত্যেক কর্মজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় প্রকল্প। তবে অনেক সময় PF অ্যাকাউন্টে নাম (Name), জন্মতারিখ (Date of Birth) বা পিতা/স্বামীর নাম (Father’s/Husband’s Name) ভুলভাবে নথিভুক্ত হয়ে থাকে। এই ধরণের ত্রুটি ভবিষ্যতে পেনশন (Pension) পাওয়া বা অন্য কোনও সুবিধা তোলার সময় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

কিন্তু, এখন ঘরে বসেই অনলাইনে এই ভুল তথ্যগুলি শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। চলুন জেনে নিই কীভাবে অনলাইনে সহজেই PF অ্যাকাউন্টের ভুল তথ্য বদলানো যায়।

PF অ্যাকাউন্টে নাম বা জন্ম তারিখ পরিবর্তনের সহজ অনলাইন পদ্ধতি

ধাপ ১: EPFO-র ইউনিফাইড পোর্টালে (Unified Member Portal) লগ ইন করুন

  • প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in – এই লিংকে যান। এরপর আপনার ইউএএন (UAN), পাসওয়ার্ড (Password) এবং ক্যাপচা (Captcha) সঠিকভাবে দিয়ে লগইন করুন।

ধাপ ২: Modify Basic Details অপশনে যান

  • লগইন করার পর, উপরের মেনুবারে থাকা ‘Manage’ ট্যাবে ক্লিক করুন। এরপর ‘Modify Basic Details’ সিলেক্ট করুন। এখানে আপনি যে তথ্যগুলোতে পরিবর্তন আনতে চান – যেমন নাম, জন্মতারিখ ইত্যাদি – সেগুলো ফিল আপ (Fill up) করুন।

ধাপ ৩: প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন

আপনার দেওয়া নতুন তথ্য সঠিক কী না, তার প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্ট (Documents) স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন:

  • আধার কার্ড (Aadhaar Card)
  • প্যান কার্ড (PAN Card)
  • জন্ম শংসাপত্র (Birth Certificate)
  • স্কুল সার্টিফিকেট (School Certificate)
  • ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook)

ধাপ ৪: যাচাই ও অনুমোদন

  • আপনি যখন সব তথ্য ও নথি জমা দেবেন, সেগুলো EPFO অফিশিয়ালদের কাছে যাবে। তাঁরা যাচাই (Verification) করে উপযুক্ত মনে হলে আপনার PF অ্যাকাউন্টে সংশোধন (Correction) করে দেবেন।

কোন কোন তথ্য অনলাইনে পরিবর্তন করা যায়?

EPFO-এর মাধ্যমে আপনি নিচের তথ্যগুলো অনলাইনে আপডেট করতে পারবেন:

  • নাম (Name)
  • জন্মতারিখ (Date of Birth)
  • পিতা/স্বামীর নাম (Father’s/Husband’s Name)
  • লিঙ্গ (Gender)
  • মোবাইল নম্বর (Mobile Number)
  • ইমেল আইডি (Email ID)
TwitterFacebookWhatsAppEmailShare

#PF Account, #EPFO, #India, #online

আরো দেখুন