খেলা বিভাগে ফিরে যান

চোট-ছন্দপতনের গন্ডি পেরিয়ে দৃঢ় প্রত্যাবর্তন, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জ্যাভলিনে ফের এক নম্বরে নীরজ

June 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৮: চ্যাম্পিয়নরা হারেন না, শুধু ফিরে আসেন আরও দৃঢ়তায়। ন’মাস পরে অপেক্ষার অবসান হল নীরজের। জ্যাভলিন থ্রো বিশ্ব ক্রমতালিকায় আবার এক নম্বরে উঠে এলেন ভারতের অলিম্পিক্স সোনাজয়ী তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra)। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে জায়গা করে নিলেন তিনি।

গত বছর প্যারিসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জিতলেও নীরজকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপো নিয়ে। চোট, ছন্দপতন—সব মিলিয়ে নীরজের পারফরম্যান্সে পড়েছিল ভাঁটা। এর জেরে তিনি হারিয়েছিলেন শীর্ষ স্থানও। কিন্তু চ্যাম্পিয়নরা ফিরতে জানেন। নতুন মরশুমে নীরজ ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। গত মাসে পরপর দুটি ডায়মন্ড লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দোহায় রুপো জিতলেও সেই প্রতিযোগিতায় প্রথমবার ৯০ মিটারের জাদু গণ্ডি পেরিয়েছেন তিনি। এরপর প্যারিস ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতলেন তিনি।

নীরজ চোপড়ার ঝুলিতে এখন ১৪৪৫ পয়েন্ট, যা তাঁকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে। তাঁর ঠিক পিছনে, দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স, যাঁর সংগ্রহ ১৪৩১ পয়েন্ট। তৃতীয় স্থানে আছেন জার্মানির জুলিয়ান ওয়েবার, যাঁর র‌্যাঙ্কিং পয়েন্ট ১৪০৭। আর চতুর্থ স্থানে অবস্থান করছেন টোকিও অলিম্পিক্সে স্বর্ণজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম, যাঁর নামের পাশে রয়েছে ১৩৭০ পয়েন্ট। তাই চোট ও ব্যর্থতার চোরাবালি পেরিয়ে ফের একবার নীরজ প্রমাণ করলেন—তিনি কেবল ইতিহাস নয়, ভবিষ্যৎও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra, #javelin, #Indian Athlete, #world ranking, #spot

আরো দেখুন