দেশ বিভাগে ফিরে যান

হাপিত্যেশ করার দিন শেষ! টিকিট বুকিংয়ের কোন কোন নিয়ম বদলাচ্ছে Indian RailWay?

June 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:০০: ওয়েটিং লিস্টের দিকে পথ চেয়ে বসে থাকার দিন এবার শেষ হতে চলেছে। ওয়েটিং লিস্টে সিট মিলবে কি-না এতদিন সে খবর মিলত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে। এবার থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই রিজার্ভেশন চার্ট তৈরি করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রেলের বক্তব্য, যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে।

রেল জানিয়েছে, দুপুর ২টোর আগে যে ট্রেনগুলো ছাড়বে, সেগুলির আসন তালিকা আগের দিন রাত ৯টা থেকেই তৈরি করা আরম্ভ হবে। ফলে যাত্রী অনেক আগেই জানতে পারবেন ট্রেনে আসন পাবেন কি-না, সেক্ষেত্রে বিকল্প পথে যাওয়ার সুযোগও থাকছে। শহর এবং শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও আগেভাগে ট্রেনের রিজার্ভেশন চার্ট জানা যাবে।

রিজার্ভেশন চার্টের পাশাপাশি, তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও নতুন নিয়ম আসছে। তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার নম্বর যাচাই করতে হবে। আগামী ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হচ্ছে। এতে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুকিং করা যাবে। একই সময়ে ৪০ লক্ষ টিকিট অনুসন্ধান করা যাবে। ফলে গোটা প্রক্রিয়া আরও গতিশীল হবে। টিকিট বুকিং নিয়ে নাজেহাল হবেন না যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#ticket reservation, #reservation chart, #Indian Railway, #Railways

আরো দেখুন