রাজ্য বিভাগে ফিরে যান

ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লিতে আক্রমণের ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল

June 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১০:০০: ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের তীব্র বিরোধিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নামে বিশেষ কিছু কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। তার জন্য যে যে নিয়ম করা হয়েছে তা নিয়েই তাঁর বিরোধিতা। বিহারে চলতি বছরের শেষেই নির্বাচন হওয়ার কথা, সেই কারণে বিহার থেকেই শুরু হতে চলেছে এই উদ্যোগ। তার পরে দেশের অন্য রাজ্যে এই কাজ হবে। যা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

এই রিভিশনের মাধ্যমে ঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ তৃণমূলের। এই অভিযোগকে সামনে রেখে এবার দিল্লিতে আক্রমণের ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল। বিরোধীদের ঐক্যবদ্ধ করে এ নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে পারে রাজ্যের শাসকদল।

ইতিমধ্যেই দিল্লি এবং কলকাতায় একযোগে সাংবাদিক বৈঠক করে কমিশনের সিদ্ধান্তকে তোপ দাগে তৃণমূল। অতীতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নামও ঢোকানো হয়েছিল বলেও সরব হয়েছিল তৃণমূল। এই সমস্ত কিছুই বিজেপির ষড়যন্ত্র যা তারা কমিশনের মাধ্যমে কার্যকর করতে চাইছে বলেই মনে করছে তৃণমূল শিবির। তাই প্রধান বিরোধী দল কংগ্রেস-সহ জাতীয় স্তরের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তথা ইন্ডিয়া জোটকে একত্রিত করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামাতে চাইছে তৃণমূল। অন্যদিকে রাজ্যের ব্লক স্তর পর্যন্ত জনমত গঠন করে এই সিদ্ধান্তের বিরোধিতায় শীঘ্রই মাঠে নামতে চলেছে রাজ্যের শাসকদল। সূত্রের খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ২১ তারিখ থেকে সংসদের যে বাদল অধিবেশন শুরু হতে চলেছে, তাতে সংসদের অন্দরে এনিয়ে সরব হবে গোটা বিরোধী শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Voter list, #tmc, #Trinamool Congress, #Eci

আরো দেখুন