খেলা বিভাগে ফিরে যান

IND vs ENG 2nd Test: ভারতের প্রথম একাদশ নিয়ে অখুশি সৌরভ,গাভাস্কার কী বলছেন তাঁরা?

July 3, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৩: ইংল্যান্ডের বিপক্ষে এজবস্টনে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইংল্যান্ডের মাটিতে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিরাট, রোহিতহিন ভারতীয় দল এই প্রথম এই দুই তারকাকে ছাড়াই টেস্ট খেলত নেমেছে। এর ফলে দলে এসেছে একাধিক পরিবর্তন। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক পদে দায়িত্ব পেয়েছে শুভমন গিল। তবে তাঁর অধীনে ভারতীয় দলের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম টেস্টে ভালো খেলেও হারতে হয়েছিল পন্থ, শুভমনদের। ভারতীয় ব্যটারদের হাত থেকে মোট পাঁচটি সেঞ্চুরি আসার পরেও ম্যাচ জেতা হয়নি ভারতীয় দলের। মূলত বাজে বোলিং পারফরমেন্সের কারণেই এই হার! এর ফলে সকলেই মনে করেছিল যে দ্বিতীয় টেস্টে দলের বোলিং বিভাগে আসতে পারে একাধিক বদল। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভারতীয় সমর্থকরা অনেকেই দাবি করেছিলেন এই দলে কুলদীপ যাদবের জায়গা পাওয়া উচিত। তবে দলে একাধিক পরিবর্তন আসলেও কুলদীপের জায়গা হয়নি।

ভারতীয় দলের প্রথম একাদশ সর্ম্পকে সৌরভ বলেন, ‘আমি নিশ্চিত নই যে ভারত তাদের হাতে থাকা দুই সেরা স্পিনারকে খেলাচ্ছে কিনা! দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টসে জিতে যে প্রথমে ফিল্ডিং করবে, এতে আমি সত্যি অবাক। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের পক্ষে এটাই সেরা সুযোগ বড় রান বোর্ডে তোলার। আশা করি এই রান পরের দিকে অনেক সাহায্য করবে’।

অন্যদিকে লিটিল মাস্টার সুনীল গাভাস্কার ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই নিয়ে মোটেই খুশি নয়। গাভাস্কার বলেন, ‘”কুলদীপকে দলে না নেওয়ায় আমি একটু হতবাক, কারণ এই ধরনের পিচে বল একটু বেশি টার্ন করবে সেখানে কুলদীপের মতো স্পিনার দলে না থাকা আমাকে অবাক করেছে’। তিনি আরো বলেন, ‘ ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভালোই ব্যাটিং করেছিল। তবে সেই ম্যাচে তাদের মূল সমস্যা ছিল বোলিং বিভাগে। সেখানে দ্বিতীয় টেস্টে বোলিং বিভাগে বেশি পরিবর্তন না করে ব্যাটিং বিভাগে দুইজন প্লেয়ারকে দলে নেওয়ার কারণ সত্যি আমার ধারণার বাইরে’।

TwitterFacebookWhatsAppEmailShare

#2nd Test, #India, #Sourav Ganguly, #England, #Sunil Gavaskar

আরো দেখুন