গিলের ব্যাটে ভর করে রানের পাহাড়ে ভারত, কোন কোন নজির গড়লেন Team India-র অধিনায়ক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমন গিল। লিডসের পর এজবাস্টনেও সেঞ্চুরি করলেন গিল, যাকে বলে ‘Leading from the front’
তাঁর ২৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করেছে ভারত। প্রায় ১৮ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রানের বেশি করল ভারত।
সাড়ে আট ঘণ্টা বাইশ গজে দাঁড়িয়ে ৩৮৭ টি বল খেলেন গিল। ৩০টি চার এবং ৩ টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। রেকর্ডের বন্যা বইয়েছেন গিল।
এক নজরে দেখে নেওয়া যাক:
ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেললেন শুভমন। কোহলিকে (২০১৯, বনাম দক্ষিণ আফ্রিকার ২৫৪*) ছাপিয়ে ২৬৯ রান করলেন শুভমন।
ভারতের অধিনায়ক হিসাবে সবচেয়ে কম বয়সে দ্বিশতরানের তালিকায় দ্বিতীয় স্থানে শুভমন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ স্কোর করলেন গিল। শুভমন ছাপিয়ে গিয়েছেন তাবড় ভারতীয় কিংবদন্তিদের।
খেলোয়াড় হিসাবেও লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড এখন তাঁর দখলে।
এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক হিসাবে শুভমন ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন।
এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন শুভমন। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে।
বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে দ্বিশতরান করেছেন শুভমন।
টেস্ট ও এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করা বিশ্বের পঞ্চম ক্রিকেটার হলেন গিল। তবে সর্বকনিষ্ঠ হিসাবে এই রেকর্ড গড়লেন শুভমন।
রোহিত-কোহলির পর ভারতীয় ক্রিকেটের ব্যাটন যে নিরাপদ হাতে রয়েছে, গিলের দাপুটে ব্যাটিং ও সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া-ই তা প্রমাণ করে দিচ্ছে।