দেশ বিভাগে ফিরে যান

নেই NCERT-র পঞ্চম ও অষ্টমের বই! পাঠ্যপুস্তকের বিষয়বস্তুতেও নাকগলানোর অভিযোগ RSS-র বিরুদ্ধে

July 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: বিলম্বিত হচ্ছে এনসিইআরটি-র পঞ্চম ও অষ্টম শ্রেণির বই প্রকাশ। এপ্রিল মাসে সেশন শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসে এসেও পড়ুয়ারা বই পায়নি। এনসিইআরটি-র পঞ্চম ও অষ্টম শ্রেণির বই প্রকাশ কবে হবে কেউ জানেন না? এখানেই বিরোধীদের অভিযোগ, স্কুলের পাঠ্যবইতে কি সঙ্ঘ হস্তক্ষেপ করছে। অভিযোগ, পাঠ্যপুস্তকে মোদী সরকার বিরোধী একটি লাইনও যাতে না থাকে, তার জন্য সরকারি স্কুলের বইগুলোর নিবিড় নিরীক্ষণ চালাচ্ছেন সঙ্ঘের কর্তাব্যক্তিরা। অভিযোগ অস্বীকার করেছে শিক্ষামন্ত্রক।

পঞ্চম শ্রেণির বই ১৫ জুন এবং অষ্টম শ্রেণির ২০ জুনের মধ্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও বই এসে পৌঁছয়নি। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটেও বইয়ের পিডিএফ সংস্করণ নেই। এনসিআরটি-র দাবি, জুলাই মাসের মাঝামাঝি বই পাওয়া যাবে। পড়ুয়ারা ততদিন কী পড়বে? বই প্রকাশে কেন এত বিলম্ব? উল্লেখ্য, সরকারি স্কুলে এনসিইআরটি-র বই-ই পড়াতে হয়।

এনসিইআরটির বিশেষজ্ঞদের তৈরি পাঠ্যপুস্তক সরাসরি ছাপাখানায় যাচ্ছে না। শোনা যাচ্ছে, পাঠ্যপুস্তকে কী লেখা আছে, তা যাচাই করছে গেরুয়া শিবির। আরএসএসের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন, বইতে কেন্দ্রের সরকার বা সঙ্ঘের বেঁধে দেওয়া ইতিহাসের বিরুদ্ধে কোনও কিছু রয়েছে কি-না।

উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মহাত্মা গান্ধীকে হত্যার ঘটনায় আরএসএস-কে যে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তা বাদ দিয়েছিল এনসিইআরটি। গত বছর ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত পাঠ্যপুস্তকে অনেকাংশ বদল করা হয়েছিল। শিক্ষামন্ত্রকের দাবি ছিল, ছাত্রছাত্রীদের বোঝা কমাতেই নাকি পদক্ষেপ। বই প্রকাশে বিলম্ব? কেন পিছিয়ে যাবে পড়ুয়ারা? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#RSS, #NCERT, #text books

আরো দেখুন