রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও শহরতলি, ফিরল বর্ষার জলযন্ত্রণার ছবি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:১২: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। নাগাড়ে বৃষ্টির জেরে শহরতলির জনজীবনও বিপন্ন হয়ে পড়েছে। কলকাতা এবং শহরতলিতে সোমবার প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল হতেই দেখা যায়, শহরের নানান এলাকায় জল জমতে শুরু করেছে।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে জল জমতে শুরু করেছে।
দক্ষিণে রাসবিহারী, বেহালা, বালিগঞ্জ, উত্তরে ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙা জলে টইটুম্বুর! কোথাও গোড়ালি অবধি, কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমে গিয়েছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বৈঠকখানা বাজার, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে। রাস্তাতেও জল জমে থাকার কারণে বাস, ট্রাম, ট্যাক্সি চলাচলে সমস্যার জেরে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে নিত্যযাত্রীদের। গাড়ি ধীরে চলাচল করছে। শহরের বেশ কিছু জায়গায় ফুটপাথও জল জমে গিয়েছে।
অন্যদিকে, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিয়ালদহ মেইন শাখায় কিছু কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে। আজ সকাল থেকেই বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছে। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার রেললাইনের একটা বড় অংশ জলে ডুবেছে। বারাকপুর, টিটাগড়, অন্যদিকে ডায়মন্ড হারবার, ক্যানিং লাইনে অতি ধীর গতিতে ট্রেন চলছে। রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।
বাংলায় এখন বর্ষার বাতাস সক্রিয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেই দক্ষিণের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও সারাদিন ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে জল জমার পরিমাণ বাড়ার আশঙ্কা থাকছে। দিনভর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে। তারপর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।