দেশ বিভাগে ফিরে যান

Niti Aayog: বাংলাকে বোঝাতে বিহারের মানচিত্র দেখালো নীতি আয়োগ!

July 9, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৭: মোদী সরকারের নীতিনির্ধারণকারী সংস্থা নীতি আয়োগ (NITI Aayog) পশ্চিমবঙ্গ নিয়ে একটি চার পাতার সংক্ষিপ্ত প্রতিবেদন (Niti Aayog report) প্রকাশ করেছে। কিন্তু সেই রিপোর্টের প্রথম পাতাতেই ধরা পড়েছে এক চরম অবমাননাকর ভুল – বাংলার মানচিত্রের জায়গায় বিহারের মানচিত্র ছাপা হয়েছে। এটি নিছক একটি ত্রুটি নয়, বরং একটি রাজ্যের সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয়কে মুছে দেওয়ার অপচেষ্টা।

পশ্চিমবঙ্গ থেকে ১২জন বিজেপি সাংসদ ও ২জন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এমন গাফিলতি যে ঘটতে পারে, তা অবিশ্বাস্য। এটি দেখায়, বাংলা কেন্দ্রের কাছে কেবলমাত্র একটি ভোটব্যাংক, অন্য কিছু নয়। বারবার NRC চাপিয়ে দেওয়ার হুমকি, বাংলা ভাষাভাষীদের অন্য রাজ্যে অপমান, এবং এবার এই মানচিত্র-বিভ্রাট – সব মিলিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য পরিষ্কার: বাংলাকে কোণঠাসা করা এবং তার আত্মপরিচয় মুছে ফেলা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, NRC ও CAA-এর মাধ্যমে মোদী সরকার বাংলায় বিভাজনের রাজনীতি করতে চায়, কারণ তারা জানে, এখানকার মানুষ ধর্মের ও সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করে। মানচিত্রে এমন ভুল তারই বহিঃপ্রকাশ। এটা কেবলমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অবজ্ঞা।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে প্রতিবাদ জানান সমাজকর্মী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাকেত গোখলে (Saket Gokhale), যিনি X-এ এই ভয়ঙ্কর ভুলের বিষয়টি প্রকাশ্যে আনেন। এই প্রতিবেদনটি লেখার সময়ে, ৯ই জুলাই ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটেও নীতি আয়োগের ওয়েবসাইটে এই ভ্রান্ত রিপোর্টিই লাইভ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #Bihar, #Niti Aayog, #map

আরো দেখুন