আজ লর্ডসে মহারণে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, দেখে নিন দু’দলের প্রথম একাদশে কারা?
July 10, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪১: ঐতিহাসিক লর্ডসের মাঠে আজ তৃতীয় টেস্ট (Test match) খেলতে নামছে ভারত (India) আর ইংল্যান্ড (England)। খেলা শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে। খেলা দেখা যাবে জিও হটস্টার (Hotstar), সোনি স্পোর্স্টস (Sony sports) ১ ও ৫ এ।
এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।
একনজরে দেখে নেওয়া যাক দুই দেশের সম্ভাব্য একাদশকে।