Shubhanshu Shukla: মহাকাশ থেকে পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশুরা? জানাল NASA

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। বর্তমানে নাসার অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনে আইএসএসে (ISS – International Space Station) রয়েছেন তিনি। টানা দুই সপ্তাহ মহাকাশে কাটিয়েছেন শুভাংশু। এই সময় তিনি ২৩০ বার সূর্যোদয় দেখেছেন বলে জানিয়েছে অ্যাক্সিয়ম স্পেস। কারণ, পৃথিবীর ৪০৩ কিলোমিটার ওপরে থাকা আইএসএস দিনে ১৬ বার সূর্যোদয় (Sunrises) দেখে।
২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ (SpaceX Dragon) মহাকাশযানে আইএসএসের উদ্দেশে পাড়ি দেন শুভাংশু ও তাঁর তিন সঙ্গী—ক্রু কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। এই মিশনে মহাকাশ প্রযুক্তি, বায়োমেডিক্যাল, নিউরোসায়েন্স, কৃষি-সহ ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুভাংশু নিজে সাতটি ভারত-কেন্দ্রিক বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ভারতের ‘গগনযান’ মানব মহাকাশ অভিযানের জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভাংশু, সেখানে পৌঁছে কী বললেন তিনি?
নাসা (NASA) জানিয়েছে, ১৪ জুলাই আইএসএস থেকে তাঁদের মহাকাশযান বিচ্ছিন্ন হবে। এরপর প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। সফলভাবে ফিরতে পারলে রাকেশ শর্মার পর শুভাংশু হবেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশযাত্রায় সফল হলেন। এই অভিযানের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণায় আরও বড় দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।