আরও একটি AC local পাচ্ছে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.১৫: আরও একটি নতুন এসি লোকাল ট্রেন পেতে চলেছে বাংলা। এবার সুখবর শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নতুন এই এসি ট্রেনটি চলবে বনগা শাখায়। এছাড়া, একটি ইন্টারসিটি এক্সপ্রেসও চালু হতে চলেছে।
কোন রুট: (AC Local)
শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখায় চালু হবে।সম্ভবত এটি চলবে বারাসত বা বনগাঁ পর্যন্ত।
ইন্টারসিটি এক্সপ্রেসের রুট:
কলকাতা-মালদহ রুটে চলবে শনি ও রবিবার, সপ্তাহে দু’দিন চলবে।
রুট: কলকাতা → রানাঘাট → মুর্শিদাবাদ → আজিমগঞ্জ → মালদহ
এখনও সময়সূচি বা ভাড়ার নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ভাড়া কত তা এসি লোকালের ক্ষেত্রে আভাস পাওয়া গেলেও, ইন্টারসিটি এক্সপ্রেসের ভাড়ার কথা কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে শিয়ালদহ ডিভিশনে দুটি নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে ওইদিন