Shubhanshu Shukla: আকাশ ছুঁয়ে ফেরার পথে শুভাংশু শুক্লা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন ও অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনের মহাকাশচারী (astronaut) শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) তাঁর অভিজ্ঞতার শেষ প্রান্তে এসে জানালেন, এই যাত্রা ছিল অসাধারণ – আর সেটা সম্ভব হয়েছে মিশনের সঙ্গে যুক্ত থাকা অসংখ্য মানুষের জন্যই।
মিশনের ফেয়ারওয়েল অনুষ্ঠানে তিনি আবেগঘন ভাষায় বলেন, “এটি একটি অসাধারণ যাত্রা ছিল। এই যাত্রাকে স্মরণীয় করে তুলেছেন এর সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক ব্যক্তি।”
দেশবাসীর উদ্দেশ্যে হিন্দিতে ভাষণ দিতে গিয়ে শুক্লা বলেন, মহাকাশে তাঁর সফর হয়তো শেষের দিকে, কিন্তু ভারতের মানব মহাকাশ অভিযানের (Indian human space mission) পথ এখনও অনেক দীর্ঘ এবং কঠিন। তাঁর কণ্ঠে উঠে আসে এক আত্মবিশ্বাসী বার্তা:
“আপনার ও আমার যাত্রা এখনও অনেক লম্বা।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যদি আমরা দৃঢ় সংকল্প নিই, তাহলে তারা ছুঁয়ে আসা সম্ভব।”
প্রায় ৪১ বছর আগে রাকেশ শর্মা (Rakesh Sharma) মহাকাশে গিয়ে জানিয়েছিলেন, ওপর থেকে ভারত দেখতে কেমন লাগে। সেই স্মৃতিকে সামনে এনে শুভাংশু বলেন, “মানুষ জানতে চান – আজকের ভারত কেমন?” আর সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন মহাকাশ থেকেই:
“আজকের ভারত মহাকাশ থেকে দেখলে মনে হয় উচ্চাকাঙ্ক্ষায় ভরা, আত্মবিশ্বাসী, নির্ভীক। আজকের ভারত গর্বে উদ্ভাসিত, আজকের ভারত পৃথিবীর সেরা।”
শেষে তিনি বলেন, “See you soon” – অর্থাৎ আবারও দেখা হবে, এই আশ্বাস দিয়ে শেষ করেন তাঁর বক্তব্য।