ENG vs IND 3rd Test: জাদেজাদের চেষ্টা ব্যর্থ, লর্ডসে ২২ রানে হার শুভমানদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, আপডেট:
২১:৪৫: জাদেজাদের চেষ্টা ব্যর্থ, লর্ডসে ২২ রানে হার শুভমানদের
লর্ডসে তৃতীয় টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে ভারতের দরকার ছিল ১৯৩ রান। পিচে সামান্য অসমান বাউন্স আছে, বল অল্পবিস্তর মুভ করছে। কিন্তু ভয় ধরানোর কিছু নেই। সেখানে একের পর এক উইকেট হারিয়ে ২২ রানে হারল ভারত।
মরিয়া চেষ্টা করেও ভারতকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাডেজা। ব্যর্থ হল ব্যাট হাতে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের লড়াইও। লর্ডসে ১৯৩ রানের লক্ষ্যে ভারতের পৌঁছোতে না পারার পিছনে প্রধান দায় ব্যাটারদের। শুভমন গিলদের ব্যাটিং ব্যর্থতায় ১৭০ রানে শেষ হল ভারতের ইনিংস। শেষ দিকে জাডেজা এবং বুমরাহ (৫) মরিয়া লড়াই করলেন। ১১২ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর ২২ ওভার লড়াই করলেন তাঁরা। নবম উইকেটে তাঁদের তোলা ৩৫ রানও হার ঠেকাতে পারল না। মহম্মদ সিরাজের (৪) ৩০ বলের লড়াইও দাম পেল না। দশন উইকেট ১৩.২ ওভার সঙ্গ দিলেন জাডেজাকে। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকলেন জাদেজা। রুদ্ধশ্বাস লড়াই শেষে ২২ রানে জিতে সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন বেন স্টোকসেরা।
১৬:৪০: ৩০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৯৭-৭ উইকেটের বিনিময়।
`১৬:১৩: আর্চার ঝড়ের বিপাকে ভারত, 0 রান করে আউট ওয়াশিংটন সুন্দর
১৬:০০: আরও একটি উইকেটের পতন ভারতের, বেন স্টোকসের বলে আউট হয়ে সাজ ঘরে রাহুল।
১৫:৫২: আর্চারের বলে মাত্র ৯ রান করে আউট পন্থ। পঞ্চম দিনের শুরুতেই চাপে ভারত, ম্যাচে চালকের আসনে ইংল্যান্ড
Day 4, LIVE:
২২.১৭: ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে রান সংখ্যা ৩৫
২২.০০: ৫ রানের মাথায় প্রথম উইকেটে হারালো ভারত
২১.২০: ১৯২ রানে অলআউট ইংল্যান্ড
২১.০৫: নবম উইকেট পতন ইংল্যান্ডের। ইংল্যান্ড ১৮৫/৯
১৬:৪০ নীতীশ-যশস্বীর হাত ধরে ইংল্যান্ডের তৃতীয় ধাক্কা—৫০ রানে ৩ উইকেট
১৬:৩০ রিভিউয়ের ফাঁদে পোপ—সিরাজের দ্বিতীয় শিকার, ইংল্যান্ডের বিপর্যয় জারি
১৫:৫০ চতুর্থ দিনে সিরাজের প্রথম ধাক্কা—ডাকেট ফিরলেন ১২ রানে
১৫:৪২ বুমরাহের ত্রাসে কাঁপছে ক্রলি, অল্পের জন্য ছুটল ক্যাচ
১৫:৩২ চতুর্থ দিনের শুরুতেই উত্তেজনা—ইংল্যান্ডের ২ রানের লিডে ক্রিজে ক্রলি-ডাকেট জুটি
Day 3:
২২:৩০: আউট আকাশদীপ
২২:০০: ভারতের সপ্তম উইকেটের পতন। ৭২ রানে ফিরলেন জাডেজা।
২১:০০: অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা
১৮:১৮: ১০০ রান করে সাজ ঘরে ফিরলেন কে এল রাহুল।
১৮:১৭ লর্ডসের মাটিতে সেঞ্চুরি করলেন কে এল রাহুল
১৭.৩৪: ৭৪ রান করে আউট হলেন ঋষভ
১৬.৩৩: ৫৫ ওভার শেষে রান সংখ্যা ১৯৭ – ৩। রাহুল,ঋষভ এর – ৯০ রানের পার্টনারশিপে খেলায় ফিরছে ভার
১৬.০৫: ৫০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১৫৯ – ৩ উইকেটের বিনিময়
Day 2:
১৯:০৩: ৩৮৭ রানে অলআউট ইংল্যান্ড
১৮:৪২: ১১০ ওভার শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৩৭০-৯ উইকেটের বিনিময়।
১৭.৩৪: ১০৫ ওভার শেষে ইংল্যান্ডের রান সংখ্যা- ৩৫৩-৭, স্মিথ (৫১), ব্রাইডন (৩৩)
১৬:০০: আরো একটি উইকেটের পতন ইংল্যান্ডের, ০ রান করে সাজঘরে ফিরলেন ক্রিস ওকস
১৫:৫২: আবারো উইকেটের পতন, ১০৪ রান করে আউট হলেন জো রুট, দিনের দ্বিতীয় উইকেট পেলেন বুমরাহ
১৫:৫০: বুমরাহর বলে আউট হয়ে সাজ ঘরে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস(৪৪) , ২৬০-৫
DAY 1:
১৬:৪০: ভারতের হয়ে প্রথম উইকেট নিলেন নীতীশ রেড্ডি। বেন ডাকেট ২৩ রান করে সাজ ঘরে ফিরলেন। ৪৩-১ (১৩.৩)ওভার
১৬:৩৫: ম্যাচের শুরু থেকেই ভারতীয় বোলারদের সামলে খেলছে ইংল্যান্ড ব্যাটাররা,অন্যদিকে উইকেট নিতে মরিয়া বুমরাহ ,সিরাজ
১৬:৩০: ১২ ওভার শেষে রান সংখ্যা ৩৮
১৬:০০: ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছে বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি
১৫:১৪: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল , ঋষভ পন্ত , নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ
১৫:০৯: ঐতিহাসিক লর্ডসে নামছে ভারত এবং ইংল্যান্ড, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল,লোকেশ রাহুল,করুণ নায়ার, শুভমন গিল(অধিনায়ক),ঋষভ পন্থ(সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি,শার্দূল ঠাকুর,আকাশ দীপ সিং,জসপ্রীত বুমরাহ,মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার ও শোয়েব বশির।