শুভশ্রী-জীতু আবারও মুখোমুখি, জীতু এবার ভিলেন!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৩: সদ্য ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে মন কেড়েছে জীতু-শুভশ্রীর সমীকরণ। আর তাই পরিচালক শুভ্রজিৎ মিত্র এই জুটিকে আবারো নিয়ে আসছেন বড় পর্দায়। তবে এবার রোমান্টিক হিরো হিসেবে নয়, জীতু কে পাওয়া যাবে ভিলেন রূপে।
বাংলার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র রাজকাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র, এটি ‘ক্যুইনস অব বেঙ্গল’ ট্রিলজির দ্বিতীয় ছবি।
ভবশঙ্করী’র ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলী। দুই মূল পুরুষ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং জীতু কমলকে।
পাঠান শাসক ‘ওসমান খান লোহানি’র চরিত্রে ধরা দেবেন জীতু। ইতিহাস অনুযায়ী, ভবশঙ্করীর রাজকাহিনিতে নেতিবাচকভাবেই রয়েছেন এই পাঠান শাসক। আর সেই চরিত্রেই ভাবা হয়েছে জীতুকে। অপরদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র স্বামী মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটির ভূমিকায় দেখা যেতে পারে আবির চট্টোপাধ্যায়কে। একটি শক্তিশালী চরিত্র ‘হরিদেব ভট্টাচার্যের’ ভূমিকায় দেখা যাবে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। তবে সবথেকে বড় চমক আকবরের চরিত্রে টলিউড সুপারস্টার জিৎ – এর থাকা। তবে পরিচালক শুভ্রজিৎ কাস্টিং নিয়ে এখনই কোনো সিলমোহর দিচ্ছেন না। তাঁর বক্তব্য বেশিরভাগ টাই জল্পনা। আপাতত ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত তিনি।
বাংলার এক গ্রাম্য ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী। ছোটবেলা থেকে অসিখেলা, ঘোড়সওয়ারি, তীরন্দাজিতে পারদর্শিনী। যে মহিয়সীর কর্মকাণ্ড মুগ্ধ করেছিল মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটিকে। পরবর্তীতে তাঁর বীরত্বের জন্যই বাংলা বাহ্যিক শত্রুর আক্রমণ থেকে মুক্তি পায়। এই রায়বাঘিনী উপাধি সম্রাট আকবরের কাছ থেকেই পাওয়া ভবশঙ্করীর। পর্দায় সেই কাহিনিই ফুটিয়ে তুলবেন শুভ্রজিৎ-শুভশ্রী। দেখা যাক, শেষপর্যন্ত কোন কোন অভিনেতাদের দেখতে পাওয়া যাবে ইতিহাস নির্ভর এই ছবি তে।