দেশ বিভাগে ফিরে যান

IT Returns: মাত্র ১৭ দিনে রিফান্ড! গত এক দশকে আয়কর রিফান্ডে বিপুল বৃদ্ধি

July 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২৫: গত দশকে ভারতের আয়কর ব্যবস্থায় (income tax system) যে আমূল পরিবর্তন এসেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো রিফান্ড (refund) ফাইল করার পরিমাণ এবং রিটার্ন পাওয়ার গতি। ২০১৩-১৪ আর্থিক বছরে (FY14) যেখানে মোট রিফান্ডের পরিমাণ ছিল ₹৮৩,০০৮ কোটি, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে (FY25) সেই অঙ্ক পৌঁছে গিয়েছে ₹৪,৭৬,৭৪৩ কোটিতে – অর্থাৎ ৪৭৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

এই সময়ের মধ্যে মোট ডাইরেক্ট ট্যাক্স (gross direct tax collections) আদায়ও বেড়েছে – ₹৭,২১,৬০৪ কোটি থেকে বেড়ে ₹২৭,০২,৯৭৪ কোটিতে পৌঁছেছে, যা ২৭৪ শতাংশ বৃদ্ধি। কিন্তু তুলনায় রিফান্ডের বৃদ্ধির হার অনেক বেশি, যা ইঙ্গিত করে যে করদাতাদের ওপর বাড়তি বোঝা চাপানো হচ্ছে না।

আয়কর রিটার্ন ফাইলিং (ITR filing) সংখ্যাও দ্বিগুণের বেশি বেড়েছে। ২০১৩ সালে যেখানে ৩.৮ কোটি রিটার্ন জমা পড়েছিল, সেখানে ২০২৪-২৫ মূল্যায়ন বছরে (AY 2024-25) সেই সংখ্যা পৌঁছেছে ৮.৮৯ কোটিতে – ১৩৩ শতাংশ বৃদ্ধি। আপডেটেড রিটার্ন (updated returns) মিলিয়ে FY25-এ মোট ইউনিক প্যান-যুক্ত ফাইলিং দাঁড়িয়েছে ৯.১৯ কোটিতে – ১৪১ শতাংশ বৃদ্ধি।

তবে সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন ঘটেছে রিফান্ড প্রসেসিং সময়ে (refund processing time)। ২০১৩ সালে যেখানে গড়ে এক-একটি রিফান্ড আসতে সময় লাগত প্রায় ৯৩ দিন, সেখানে ২০২৪ সালে তা কমে হয়েছে মাত্র ১৭ দিন – অর্থাৎ ৮১ শতাংশ কম। এই বিপুল উন্নতির পেছনে রয়েছে প্রযুক্তিনির্ভর (tech-led) কর প্রশাসন সংস্কার এবং দ্রুত ডিজিটাল প্রসেসিং ব্যবস্থার চালু হওয়া।

ট্যাক্স ফাইলিং এবং রিফান্ড এখন সম্পূর্ণভাবে অনলাইন (online), এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংক্রিয় (automated)। এর ফলে করদাতাদের মধ্যে আস্থা বেড়েছে এবং স্বেচ্ছায় রিটার্ন জমা দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tax, #it return, #finance

আরো দেখুন