ISL-র স্থগিতাদেশে উদ্বিগ্ন সুনীল ছেত্রী, দিলেন আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৮: ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আয়োজক সংস্থা এফএসডিএল (FSDL)। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এআইএফএফ-এর সঙ্গে এফএসডিএলের মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নবীকরণ সংক্রান্ত সমস্যা। ২০২৫ সালের ৮ ডিসেম্বর ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু নির্ধারিত সূচি মেনে আগামী মরশুম শুরু হলে তা চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। এমতাবস্থায়, চুক্তি না থাকলে জানুয়ারি থেকে টুর্নামেন্ট কীভাবে চলবে, সেই প্রশ্ন থেকেই জটিলতার সূত্রপাত।
এই পরিস্থিতিতে শুধু ক্লাব কর্তৃপক্ষ নয়, উদ্বিগ্ন দেশের ফুটবল আইকন সুনীল ছেত্রীও (Sunil Chhetri)। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় ছেত্রী লেখেন, “কয়েক সপ্তাহ আগে জানতে পারি মরশুমের প্রস্তুতি শিবির একটু পিছিয়েছে। ছুটিতে থাকায় তখন বেশ খুশি হয়েছিলাম। পুরনো ছন্দে ফেরার জন্য একটু সময় পেয়েছিলাম। কিন্তু সেই পিছোনোটা এখন অনির্দিষ্টকালের রূপ নিয়েছে।”
নিজের মতামতের পাশাপাশি দেশের ফুটবল মহলের উদ্বেগের কথাও তুলে ধরেন সুনীল। তিনি আরও লেখেন, “প্রচুর খেলোয়াড়, স্টাফ, ফিজিওদের কাছ থেকে বার্তা পেয়েছি— শুধু আমার ক্লাব নয়, অন্যান্য ক্লাব থেকেও। আমরা সবাই এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছি। বেশ উদ্বিগ্ন, হতাশ।”
তবুও হাল ছাড়েননি ‘ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড’। তিনি বলেন, “আমার কাছে হয়তো সব প্রশ্নের উত্তর নেই, তবে সকলকে বলতে চাই, ধৈর্য রাখুন। আমরা একসঙ্গে এই ঝড় সামলে উঠব। অনুশীলন বন্ধ করবেন না। ফুটবল আবার শুরু হবে। শুরু হবেই।”
এদিকে সমস্যা আরও জটিল করে তুলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ। জানিয়ে দেওয়া হয়েছে, এআইএফএফ (AIFEF) সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) নেতৃত্বাধীন কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে কোনও আলোচনাই করতে পারবে না। ফলে আইএসএলের ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।