জোড়াফুলের কটাক্ষ ‘হেলিকপ্টার-গিরি’ শুরু মোদীর, প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঁচ প্রশ্ন তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আজ দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। মোদীর সভা ঘিরে নানান জল্পনাও ঘনিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার সকালে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ অর্থাৎ প্রধানমন্ত্রীর সভায় তিনি যাচ্ছে না। মাঠ ভরানোর নিয়ে সংশয় রয়েছে কর্মীদের মধ্যে। আসরে নেমেছে তৃণমূলও! মোদীকে প্রশ্নে প্রশ্ন বিদ্ধ করতে শুরু করেছে তৃণমূল। মোদীর বঙ্গ সফরকে ‘হেলিকপ্টার-গিরি’ শুরু হয়েছে বলেও কটাক্ষ করেছে তৃণমূল।
শুক্রবার সমাজ মাধ্যমে তৃণমূলের হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঁচটি প্রশ্ন করা হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল লিখছে, “মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে আসছেন। তাঁর উদ্দেশে পাঁচটি প্রশ্ন। এক, বাংলা বলা কি অপরাধ?
দুই, বাংলা বলা অপরাধ হলে বাংলা ভাষায় লেখা জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র গেয়ে তিনিও (মোদী) কি সেই অপরাধে দোষী?
তিন, সেটা না-হলে বাংলা ভাষা বলার অপরাধে নাগরিকদের আটক করে হেনস্তা করা হচ্ছে?
চার, কোন আইন বলে ভাষার ভিত্তিতে সরকার মানুষকে শাস্তি দিচ্ছে?
পাঁচ, বিজেপি কি সত্যিই বিশ্বাস করে এভাবে বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব?”
এদিন প্রধানমন্ত্রীর সভা ভরানো নিয়েও খোঁচা দিয়েছে তৃণমূল। তৃণমূল লিখছে, “আমরা আশা করি আপনি (মোদী) আবার পড়শী বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আসা ভিড় ঠাসা বাসে করে যাচ্ছেন কারণ জনমানব শূন্য সারি সারি চেয়ারের মাঝে প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন, তা ভাল দেখায় না।
আসন পূরণের জন্য শুভকামনা।”