Major League Soccer : মেসি ম্যাজিক অব্যাহত, ফের জোড়া গোল করে গড়লেন নজির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: আবার গোলে ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। জোড়া গোল করালেনও মেসি। তাঁর দাপটে জিতল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নজির গড়লেন আর্জেন্টিনার ফুটবলার।
মাঝমাঠ থেকে সের্জিও বুসকেতস্ক (Sergio Busquets) ডিফেন্স-চেরা থ্রু পাস বাড়াচ্ছেন। আর সময়-মাপা দৌড়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াচ্ছেন মেসি। এতদিন এই দৃশ্য হামেশাই দেখেছে ন্যু ক্যাম্প (Camp Nou)। সাক্ষী থেকেছেন বার্সা সমর্থকেরা। এবার ইন্টার মায়ামির কয়েক হাজার অনুগামী দেখলেন দুই মহাতারকার তালমিল। বুসকেতস্কের সেই চিরচেনা অ্যাসিস্ট। মেসির ট্রেডমার্ক ফিনিশ। গোটা ম্যাচ দাপিয়ে বেড়ালেন আর্জেন্তিনীয় তারকা। দু’গোল নিজে করলেন। আর দুটোর রাস্তা খুলে দিলেন।
দিনের শেষে শুধু ৫-১ গোলের বিরাট ব্যবধানে রেড বুলসকে (Red Bulls) হারিয়ে তিন পয়েন্টই জুটল না, ব্যক্তিগত মাইলফলক হাসিল করে এমএলএসের (MLS) এই ম্যাচকে মেসি স্মরণীয় রাখলেন। শনিবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দু’গোলের সুবাদে ‘নন-পেনাল্টি গোলে’র তালিকায় (৭৬৪) প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন (Lionel Messi Surpasses Cristiano Ronaldo For Most Non-Penalty Goals)। এখন সর্বকালীন শীর্ষে শুধুমাত্র একজন… লিওনেল মেসি।
মেজর লিগ সকারে প্রথম দুই মরসুমে অন্তত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় ঢুকে পড়েছেন মেসি। এই তালিকায় আরও চার জন রয়েছেন। বাকিরা হলেন রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান জিয়োভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হের্নান্দেস (২০২৩-২৪)। গত সাত ম্যাচের মধ্যে ছ’টাতে জোড়া গোল করেছেন মেসি। আমেরিকার লিগে রেকর্ড গড়েছেন তিনি। আগে কোনও ফুটবলার এই কীর্তি করতে পারেননি।