Jallianwala Bagh: জালিয়ানওয়ালা বাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নেই, ভবিষ্যতে স্থাপনেরও কোনও পরিকল্পনা নেই, রাজ্যসভায় জানালো কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: জালিয়ানওয়ালা বাগ (Jallianwala Bagh) স্মারক চত্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) কোনও মূর্তি নেই, এবং ভবিষ্যতে তাঁর মূর্তি স্থাপনেরও কোনও সরকারি পরিকল্পনা নেই – এই তথ্য রাজ্যসভায় স্পষ্ট করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)।
এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। ৫০৭ নম্বর প্রশ্নে তিনি জানতে চান:
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি জালিয়ানওয়ালা বাগে আছে কী না;
(খ) থাকলে না থাকার কারণ কী;
(গ) এবং ভবিষ্যতে সেখানে রবীন্দ্রনাথের মূর্তি স্থাপনের কোনও পরিকল্পনা রয়েছে কী না।
জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান:
(a) “Yes Sir.”
(b) “Statue of Rabindranath Tagore is not installed in Jallianwala Bagh as the memorial primarily commemorates the victims of the massacre and includes a Martyr’s Gallery and a well where people tried to escape.”
(c) “No Sir.”
অর্থাৎ, সরকারের বক্তব্য অনুযায়ী, জালিয়ানওয়ালা বাগ স্মারকটি মূলত ১৯১৯ সালের হত্যাকাণ্ডের (massacre) শিকার হওয়া শহীদদের স্মরণে তৈরি। এই স্মারকে শহীদ গ্যালারি (Martyr’s Gallery) এবং সেই কুয়োটি রয়েছে, যেখানে বহু মানুষ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন। সেই কারণেই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপনের কোনও পরিকল্পনা রাখা হয়নি।
তবে উল্লেখযোগ্য, ১৯১৯ সালের সেই বর্বর হত্যাকাণ্ডের পর প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্রিটিশ প্রাপ্ত ‘নাইটহুড’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে তাঁর নাম ঐতিহাসিকভাবে জড়িত। ফলে তাঁর মূর্তি স্মারকে না থাকার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক এবং ঐতিহাসিক মহলে প্রশ্ন উঠতে পারে।