বিনোদন বিভাগে ফিরে যান

‘অশ্লীলতা’র দায়ে দেশের ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করার নির্দেশ কেন্দ্রের

July 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৭: যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) এ দেশের ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। উল্লু, ALTT, Mojflix, Desiflix-এর মতো চর্চিত একাধিক অ্যাডাল্ট অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। মোট ২৫টি অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটকে ভারতের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (ISP) এক নোটিশ মারফত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমে কোনও ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যায় না। একই ভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনও মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যায় না। দফতরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব ক’টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রকের দাবি।

২৫টি নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে
ALTT, ULLU, Big Shots App, Desiflix, Navarasa Lite, Hitprime, Sol Talkies, Wow Entertainment, Kangan App, Gulab App, Boomex, Look Entertainment, ShowX, HotX VIP, MoodX, NeonX VIP, Triflicks, Mojflix, Feneo, Jalva App, Bull App, Adda TV, Hulchul App, Fugi, ShowHit—যারা দীর্ঘদিন ধরেই নানা ধরনের অ্যাডাল্ট ও আপত্তিকর ভিডিও স্ট্রিমিং করে আসছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Apps, #ban, #Web platform, #Obscenity, #Nudity

আরো দেখুন