ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, কোন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের সেনাপতি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫১: বুধবার সংসদ চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিল্লি ঘেরাও হবে। ঠিক সময় আন্দোলন হবে। তারই কি প্রস্তুতি শুরু করলেন দলের সেনাপতি। সূত্রের খবর, আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল চারটেয় ভার্চুয়ালি ওই বৈঠক করবেন অভিষেক।
জানা গিয়েছে, তৃণমূলরের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। দলের শাখা সংগঠনগুলির (ওয়েবকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন বাদে) জেলা সভাপতি ও চেয়ারম্যানকেও এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হচ্ছে। দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে ডাকা হয়েছে। ৪ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন ৮ আগস্টের ভার্চুয়াল বৈঠকে।
মনে করা হচ্ছে, ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ফের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় দুমাস আগে একবার ভোটার তালিকা নিয়ে এভাবেই বৈঠক করেছিলেন অভিষেক, এবারের বিষয় এখনও স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, SIR এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। বাঙালি হেনস্থা নিয়ে বুথ স্তরে প্রচারের ভাষ্য তৈরির নকশাও বলে দেওয়া হতে পারে। স্থানীয়স্তরে জনসংযোগে বিশেষ কোনও কর্মসূচিও দেওয়া হতে পারে।