২ অগস্ট, শনিবার থেকে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.১৭: গত সপ্তাহেই নবান্ন থেকে নতুন কর্মসূচির ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ব্লকের বুথে বুথে স্থানীয় স্তরে কী কী সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন। এর আগে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি করে বাংলার মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে।
রাজ্য সরকারের (West Bengal Government) এই নতুন কর্মসূচি শুরু হচ্ছে ২ অগস্ট, শনিবার থেকে। স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন।
রাজ্যের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৮০ হাজার বুথে চালু হবে এই প্রকল্প। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ, মোট বরাদ্দ ৮ হাজার কোটি টাকা। এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কী কী কাজ হবে, শুক্রবার নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হল।