শ্রীনগর থেকে নিখোঁজ BSF জওয়ান, তল্লাশি অভিযানে তৎপর নিরাপত্তা বাহিনী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: শ্রীনগরের পন্থাচৌকে অবস্থিত বিএসএফ (BSF) সদর দফতর থেকে এক জওয়ান নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার, ৩১ জুলাই সন্ধ্যা থেকে ওই জওয়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাহিনীর এক কর্মকর্তা।
নিখোঁজ জওয়ানের নাম সিটি (জিডি) সুগম চৌধুরি, বয়স ২৪ বছর। তিনি বিএসএফের ৬০ তম ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানিতে কর্মরত ছিলেন। শেষবার তাকে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ পন্থাচৌক ক্যাম্প চত্বরে দেখা গিয়েছিল। তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। জানা গেছে, তিনি বিনা অনুমতিতে ক্যাম্প ছেড়েছিলেন এবং তারপর আর ফিরে আসেননি।
ঘটনার পরেই নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। পন্থাচৌক বাসস্ট্যান্ড, স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ড এবং শ্রীনগর রেলস্টেশন চষে ফেললেও এখনো পর্যন্ত সুগম চৌধুরির কোনো হদিস পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে পন্থাচৌক থানায় একটি নিখোঁজ ডায়েরি (FIR) দায়ের করা হয়েছে। তার খোঁজে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন।
নিখোঁজ জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিখেরা গ্রামে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, এবং তাঁর সম্পর্কে কোনো নতুন তথ্য পেলেই শ্রীনগর প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। তাঁর মোবাইল লোকেশন ট্র্যাক করার চেষ্টাও চলছে। নিরাপত্তার স্বার্থে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
নিখোঁজ এই বিএসএফ জওয়ানের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে। আগামী দিনগুলোতে কীভাবে তদন্ত এগোয় এবং তার খোঁজ মেলে কি না, সেদিকে নজর রাখছে সকলে।