অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠকের দিন পরিবর্তন, কারণ কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৪৫: আগামী ৮ অগস্ট দলের নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ((Abhishek Banerjees Virtual Meeting)। বুধবার সেই বৈঠকের কথা জানা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই সেই বৈঠকের দিন বদল হল। ক্যামাক স্ট্রিটের তরফে জানানো হয়েছে, তিন দিন এগিয়ে আসছে বৈঠক। অর্থাৎ, ৮ অগস্টের বদলে বৈঠক হবে ৫ অগস্ট। তবে আনুষ্ঠানিক ভাবে বৈঠকের দিন বদলের কারণ জানায়নি তৃণমূল, তবে দলীয় অন্দরমহলে ঘুরছে একাধিক ব্যাখ্যা।
তৃণমূল নেতাদের একাংশের মতে, দিন বদলের অন্যতম প্রধান কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮ অগস্ট ঝাড়গ্রাম সফর। সফরের সময় জেলার বহু নেতা ব্যস্ত থাকবেন, ফলে একই দিনে অভিষেকের ভার্চুয়াল বৈঠক হলে সাংগঠনিক বার্তা ব্যাহত হতে পারে।
অন্যদিকে, বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। কমিশনের তরফে বাংলায় SIR বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই। তাই আগে থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে চাইছে দল।
এছাড়াও ৯ অগস্ট রাখিপূর্ণিমা ও ভারত ছাড়ো আন্দোলনের দিন, যে দিন রাজ্যজুড়ে তৃণমূলের নানা কর্মসূচি রয়েছে। তাই তার আগের দিন কোনও বড় বৈঠক হলে প্রস্তুতি ব্যাহত হতে পারে।
এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন দলের ৪ হাজারেরও বেশি নেতা-জনপ্রতিনিধি। দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, রাজ্য কমিটির সদস্য, শাখা সংগঠনের সভাপতি, কলকাতা পুরসভার কাউন্সিলর এবং বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আবার তৃণমূলের অন্য অংশের বক্তব্য, অভিষেকের বৈঠকের মূল বিষয় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে সাংগঠনিক করণীয়। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই বাংলায় এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। তাই পরিস্থিতি সাপেক্ষে বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে।