IND vs ENG 5th Test: বুমরাহ ছাড়া ফের সিরাজেই বাজিমাত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.১৫: “আমি শুধু বুমরাহ ভাইকে বিশ্বাস করি, ও গেম চেঞ্জার।” — গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বার্বাডোসে উচ্চারিত এই লাইনটা অনেক ভারতীয়র বিশ্বাসের প্রতিধ্বনি। মনে করা হয়, মহম্মদ সিরাজ(Mohammed Siraj) তখনই জ্বলে ওঠেন যখন বুমরাহ পাশে থাকেন। কিন্তু বুমরাহ (Jasprit Bumrah)যখন থাকেন না তখন ?
তখনই সিরাজ নিজেকে ছাপিয়ে যান। ঠিক যেমন করলেন এবার লন্ডনের ওভালে, অ্যান্ডার্সন -টেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টে। বুমরাহ বিশ্রাম দেওয়া হয়েছে , ভারতের পেস আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৩১ বছরের এই হায়দরাবাদি পেসার। প্রথম সেশনে খারাপ শুরু হলেও, দ্বিতীয় সেশনে ছন্দে ফিরেছেন ‘সিরাজ’। আট ওভারের দারুন স্পেলে নিলেন তিন উইকেট — অলি পোপ, জো রুট ও জ্যাকব বেটেল। খেলায় ফিরল ভারত।
সিরাজের এই প্রত্যাবর্তনে শুধু কেবল আবেগ নয়, ছিল বুদ্ধির ছাপ। লাইন-লেন্থে পরিবর্তন, পুরনো বলের নিখুঁত মুভমেন্টের ব্যবহার। পুজারা বলছেন, “শেষ মুহূর্তে কব্জির এক ঝটকায় বল দিক বদলায়, যা বোঝার সময় থাকে না ব্যাটারের।”
বুমরাহ যখন থাকেন না, তখনই সিরাজ যেন বেশি ধারালো। পরিসংখ্যানও তা বলে — বুমরাহ ছাড়াই ১৬ টেস্টে তাঁর গড় ২৫.৫৯, ইংল্যান্ডের এই সিরিজেই সিরাজ ১৫৫.২ ওভার বল করেছেন সিরাজ। বার্মিংহামেও বুমরাহ ছাড়া ম্যাচ জিতিয়েছেন ৬ উইকেট নিয়ে।
গাব্বার সেই ঐতিহাসিক টেস্টেও বুমরাহ ছাড়াই পাঁচ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন সিরাজ।