SIR: ভোটার লিস্ট রদবদল নিয়ে কী ভাবে আলোচনা করতে হয়, তা বিজেপিকে সংসদে “বোঝাবে” তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৮: তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) নিজের X হ্যান্ডেলে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন – “SIR (Silent Invisible Rigging) ভোট চুরি এমন একটি বিষয়, যা সহজেই লোকসভা এবং রাজ্যসভা – দুই কক্ষেই আলোচনা করা যায়। বিজেপি ভয় পাচ্ছে, তাই ইচ্ছাকৃতভাবে আলোচনা হতে দিচ্ছেনা। ৪ঠা অগাষ্ট, সোমবার থেকে কম্পমান মোদী জোটকে আমরা সংসদীয় নিয়ম ও নীতির বিনামূল্যে টিউটোরিয়াল দেব, যাতে তারা শিখতে পারে যে এই বিষয়টি নিয়ে কী ভাবে আলোচনায় করা যায়।”
তৃণমূল আগেও বলেছি, SIR-এর পূর্ণরূপ স্ট্র্যাটেজিক ইন্টেনসিভ রিভিশন হলেও, বাস্তবে এটি ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’। এই প্রক্রিয়ায় লক্ষ-লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিশেষত বিহারে (Bihar) ইতিমধ্যেই বহু মানুষের নাম ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গিয়েছে, যার ফলে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবেনা।
বিজেপি শিবির বলেই যাচ্ছে যে, একই প্রক্রিয়া বাংলাতেও চালু করা হতে পারে। এর ফলে বাঙালি ভোটাররা ভোটাধিকার হারাতে পারেন। রাজনৈতিক মহল বলছে, এর মাধ্যমে রাজনৈতিকভাবে বিরোধী ভোটব্যাঙ্ককে টার্গেট করে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
ডেরেক ও’ব্রায়েনের পোস্ট থেকেই স্পষ্ট, তৃণমূল এই ইস্যুতে সংসদে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তিনি ঘোষণা করেছেন, সংসদীয় নিয়ম-কানুন অনুযায়ী কীভাবে এই ইস্যুকে আলোচনায় করা যায়, তা তাঁরা বিজেপিকে দেখিয়ে দেবেন।