Abhishek Banerjee: জলপাইগুড়ি জেতার নয়া Target নিয়ে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩২: তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুরু করেছেন একের পর এক জেলা-স্তরের বৈঠক। সম্প্রতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট করে দিয়েছেন – আগামী বিধানসভা ভোটে সাতটি বিধানসভা আসনের সবকটিই দখল করাই তৃণমূলের প্রধান টার্গেট।
গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি হাতছাড়া হয়েছিল তৃণমূলের, এবং প্রার্থী নির্মল চন্দ্র রায়কে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী ডঃ জয়ন্ত কুমার রায়। ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, রাজগঞ্জ, ডাবগ্রাম, মালবাজার বাদ দিয়ে বাকি সব বিধানসভাতেই পিছিয়ে ছিল তৃণমূল। জেলার চার পৌরসভা – জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং মালবাজার পৌরসভাতেও (Municipality) বিজেপির শক্ত ঘাঁটি।
এই প্রেক্ষিতেই এবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সাতটি বিধানসভার প্রতিটিতেই ‘উইনিং স্ট্র্যাটেজি’ (Winning Strategy) তৈরি হবে এবং স্থানীয় স্তরে সাংগঠনিক রদবদল (Organisational restructuring) করা হবে। ব্লক সভাপতি (Block President) পরিবর্তনের বিষয়েও জেলা নেতৃত্বের মতামত নিয়েছেন তিনি।
জেলা নেতৃত্ব থেকে পাওয়া নামের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর, যার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। দলের অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গিয়েছে, এবারের লক্ষ্য শুধু আসন জেতা নয়, বরং বিজেপিকে জেলা থেকে মুছে ফেলাই মূল উদ্দেশ্য।