“সব কিছু নিজের মতো করছেন গম্ভীর, তাই দায়ও নিতে হবে”—কার্তিকের কড়া বার্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: ভারতীয় ক্রিকেট দলে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করায় যেমন প্রশ্ন উঠেছে দলীয় পারফরম্যান্স নিয়ে, তেমনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক(Dinesh karthik) সরাসরি তুলে এনেছেন কোচ গম্ভীরের ভূমিকা ও দায়িত্বের প্রসঙ্গ।
ক্রিকবাজে দেওয়া এক আলোচনায় কার্তিক বলেন, “গম্ভীর এখন নিজের মতো দল গড়ছেন। কাজেই জয় আসুক বা পরাজয়, এখন থেকে তার দায় গম্ভীরকেই নিতে হবে। তিনি এখন এই দলের মূল চালক, অধিনায়ক শুভমন গিলের সঙ্গে তিনিই এখন দলের সবচেয়ে বড় মাথা।”
কার্তিকের মতে, গম্ভীর যতটা ব্যাটিং গভীরতা নিয়ে ভাবছেন, ততটাই গুরুত্ব দেওয়া উচিত নিজেদের বোলিং ইউনিটকে—বিশেষ করে এমন পরিকল্পনা করা উচিত যাতে টেস্ট ম্যাচে ২০ উইকেট তোলা সম্ভব হয়।
কার্তিক আরও বলেন, “উনি এখন নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, নিজের পছন্দের খেলোয়াড় বেছে নিচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই, ফলাফল যেমনই হোক না কেন, তার দিকেই নজর থাকবে। দলের সাফল্যে কৃতিত্ব পাবেন, আবার ব্যর্থতায় তাকেই দায় নিতে হবে। এটা একজন হেড কোচ হিসেবে খুব স্বাভাবিক।”
যদিও সীমিত ওভারের ক্রিকেটে গম্ভীরের কোচিং রেকর্ড প্রশংসনীয়, টেস্ট ফরম্যাটে তার কোচিং কেরিয়ার এখনও শেখার পর্বে রয়েছেন বলে মনে করেন কার্তিক। গম্ভীরের অধীনে ভারত প্রথমে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও, তার পর পরই নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ এবং অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরে বসে।
কার্তিক বলেন, “গম্ভীর সাদা বলের ক্রিকেটে একজন দুর্দান্ত কোচ, সেটা আইপিএল আর আন্তর্জাতিক ম্যাচে প্রমাণিত। কিন্তু লাল বলের ফরম্যাটে এখনও তাকে অনেক কিছু শিখতে হবে।”