খেলা বিভাগে ফিরে যান

আইএসএলের আগেই এবার সুপার কাপ,নতুন ফরম্যাটে ফিরছে ভারতীয় ফুটবল

August 7, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: ভারতীয় ফুটবলে বড়সড় বদলের আভাস। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সিদ্ধান্ত নিয়েছে, এবারের সুপার কাপের সূচি এগিয়ে আনা হবে এবং তা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। কারণ, দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বৃহস্পতিবার দিল্লিতে আইএসএলের সব ক্লাব ও এফএসডিএলকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেয়াও হয়। তবে AIFF সভাপতি বলছেন আইএসএল হবে তবে প্রতিবারের যে নির্ধারিত সময় হয় এই বছর সেই সময়ে হচ্ছে না।

সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সময়ে ISL-এর উদ্‌বোধনী রাউন্ড অনুষ্ঠিত হয়, কিন্তু এবার সেই সময়টা ফাঁকা থাকায় AIFF সুপার কাপকে সেই জায়গায় নিয়ে আসছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ।

AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানালেন, “আমরা আশা করছি, সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সুপার কাপ শুরু করতে পারব। কিছু দলকে প্রস্তুতির জন্য ছয় থেকে আট সপ্তাহ সময় দরকার। পরবর্তী বৈঠকে আমরা সুপার কাপের নির্দিষ্ট তারিখ জানাব।”

এই মুহূর্তে ISL-এর আয়োজক সংস্থা Football Sports Development Limited (FSDL) ও AIFF-এর মধ্যে থাকা ‘মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট’ (MRA) ডিসেম্বরেই শেষ হচ্ছে। সেই সঙ্গে AIFF-এর সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় চুক্তি নবীকরণের আলোচনাও বন্ধ হয়ে আছে।

ফলে এবারের আইএসএল নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং ওড়িশা এফসি-র মতো কিছু বড় ক্লাব আপাতত নিজেদের দলের কার্যক্রম স্থগিত রেখেছে।

এই বিষয়ে প্রশ্ন উঠলে AIFF প্রেসিডেন্ট বলেন, “কোন ক্লাব কীভাবে তাদের ফুটবলার বা কর্মীদের বেতন দেবে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। সেখানে আমাদের হস্তক্ষেপ করার জায়গা নেই।”

এর ফলে AIFF ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সুপার কাপই আপাতত বিকল্প পথ। ২০১৮ সালে ফেডারেশন কাপের বদলে চালু হওয়া এই টুর্নামেন্ট সাধারণত ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে আয়োজিত হয়, যদিও ২০২৩ সালে কেরালায় হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#AIFF, #Indian Football, #super cup, #Super cup 2025, #ISL

আরো দেখুন