ভেঙ্কটেশের বদলে সঞ্জু? আকাশ চোপড়ার পরামর্শে কেকেআরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪১: আইপিএল ২০২৬–এর আগে বড়সড় ট্রেডের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়ক সঞ্জু স্যামসন নাকি ফ্র্যাঞ্চাইজির কাছে নিজের রিলিজ চেয়ে নিয়েছেন—এমন খবর প্রকাশ্যে আসতেই জল্পনা আরও বেড়েছে। যদিও চেন্নাই সুপার কিংস (CSK) এই উইকেটকিপার-ব্যাটারের প্রতি নাকি আগ্রহ দেখিয়েছে বলে শোনা যাচ্ছে , প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার মতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্যামসনকে নিজেদের দলে পাওয়ার জন্য মরিয়া হওয়া উচিত।
চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “KKR–এর দলে একজন ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের অভাব রয়েছে। সঞ্জুকে পেলে শুধু সেই ঘাটতি পূরণ হবে না, বরং একজন সম্ভাবনাময় অধিনায়কও পাওয়া যাবে। যদিও অজিঙ্কা রাহানে আইপিএল ২০২৫–এ বেশ ভালো নেতৃত্ব দিয়েছেন, তবুও সঞ্জু দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়তে পারেন।”
চোপড়া আরও বিশ্লেষণ করেন, বাজেটের দিক থেকেও কেকেআরের হাতে বেশ ভালো সুযোগ রয়েছে। তিনি জানান, যদি তারা বামহাতি অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে, তবে প্রায় ২৪ কোটি টাকা তাদের ঝুঁলিতে যোগ হবে। সেই অর্থ দিয়ে স্যামসনকে দলে আনা সম্ভব হবে। তাঁর মতে, এই পদক্ষেপ কেকেআরের স্কোয়াডকে শক্তিশালী করবে এবং আইপিএল ২০২৬–এ শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াবে।
উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ২০২৫ নিলামে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হন। ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১৪২ রান, গড় ২০.২৮। অন্যদিকে, সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস ১৮ কোটি টাকায় ধরে রেখেছিল। কিন্তু চোট-আঘাতের কারণে তিনি মাত্র ৯ ম্যাচ খেলেন এবং ব্যাট হাতে হতাশ করেন। সেই সময়ে রিয়ান পরাগকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে আসেন বৈভব সুর্যবংশী।
এখন দেখার বিষয়, আসন্ন মরশুমের আগে কেকেআর কি সত্যিই ঝুঁকি নিয়ে ভেঙ্কটেশকে ছেড়ে সঞ্জুকে দলে নেয় কি না !