খেলা বিভাগে ফিরে যান

চোটে কাবু মোহনবাগান, দিমিত্রি, কামিংসদের কি আজ দেখা যাবে মাঠে?

August 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২.০০: ডুরান্ড কাপে শনিবার সল্টলেক স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান। তার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলো মোহনবাগান সুপার জায়ান্ট। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন মিডফিল্ডার লালেংমাওয়া আপুইয়া। প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেখানেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আপুইয়াকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও সবুজ-মেরুনের জার্সিতে নামতে প্রস্তুত।

তবে কোচ হোসে মোলিনা এই সিদ্ধান্তের সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, আপুইয়ার খেলার অনুমতি সংক্রান্ত খবর দেরিতে পৌঁছেছে দলে, যা প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “এক সপ্তাহ আগে কার্ড দেখেছে, অথচ ম্যাচে উপস্থিত থাকার খবর এসেছে ম্যাচের ঠিক আগের দিন। এটা দলের পরিকল্পনায় প্রভাব ফেলে, বোঝাই মুশকিল”।

দলের জন্য এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইতিবাচক হলেও, একইসঙ্গে এক বড় ঘাটতিও রয়েছে। সেন্টার-ব্যাক দিপেন্দু বিশ্বাস দুই ম্যাচে দুইটি হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি হয়েছে কোচের কাছে। এই ম্যাচে কিয়ানকেও পাচ্ছে না সবুজ মেরুন হেড স্যার

এছাড়া, সদ্য দলে যোগ দেওয়া বিদেশি তারকারা—দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন ও আলবার্তো রদ্রিগেজ—এখনও মাঠে ঠিকভাবে নামার জন্য তৈরী নয়। শারীরিকভাবে প্রস্তুত থাকলেও তাঁদের সম্পূর্ণ ম্যাচ ফিটনেস নিশ্চিত করতে চান তিনি। মলিনা বলেন “ওরা কাল ৯০ মিনিট খেলতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, ওরা কি সেই মানের ম্যাচ খেলতে পারবে? আমরা ওদের জোর করে নামিয়ে চোটের ঝুঁকি নিতে চাই না”।

সব মিলিয়ে, একদিকে আপুইয়ার প্রত্যাবর্তন সবুজ-মেরুন শিবিরে আত্মবিশ্বাস ফেরাচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের অনুপস্থিতি ও বিদেশি তারকাদের অনুপস্থিতি দলকে কিছুটা চিন্তায় রেখেছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durand Cup, #Dhfc, #Mohun Bagan fc

আরো দেখুন