দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ চারিদিকে ধুম ফেলেছে! অগ্রিম টিকিট বিক্রি দেখেই আঁচ পাওয়া যাচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৯: ১০ বছর পরে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান।বুক মাই শো অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় ‘ধূমকেতু’র ১৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।সেই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী স্বয়ং।
২০১৫ সালে যে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল, তা নিয়ে দর্শকের উন্মাদনা এক বিন্দু কমেনি।নায়ক – পরিচালক – প্রযোজক সকলেরই ছবিমুক্তির দিন যত এগিয়ে আসছে তাঁদের হৎস্পন্দনও বাড়ছে। রাতের ঘুম উড়ে গিয়েছে ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। খেতেও পারছেন না ঠিকমতো! বাণিজ্যিক ওয়েবসাইটে চোখ রেখে বসে রয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, প্রত্যেকটি ছবি মুক্তির আগে তিনি চিন্তায় ভোগেন। এ বার সেটা আরও বেশি হচ্ছে।
ধূমকেতু’-র সঙ্গেই মুক্তি পাচ্ছে ঋত্বিক রোশনের ‘ওয়ার ২’, রজনীকান্তের ‘কুলি’। বড় বাজেটের এই ছবিগুলির সঙ্গে এক প্রকার লড়াই করেই বাংলায় শো পেয়েছে কৌশিকের ছবি। জানা গিয়েছে, আপাতত ১১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধূমকেতু। রবিবার প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত একটি টুইটে লেখেন, ‘যে ঝড়ের গতিতে ধূমকেতুর অগ্রিম বুকিং শুরু হয়েছে, তা অবিশ্বাস্য।’
এত দিন শুধুমাত্র গরমের ছুটি, দুর্গাপুজো বা বড়দিনে বাংলা ছবি ভালো ব্যবসা করত। সেই ছক ভেঙে পুজোর এক মাস আগে ধূমকেতু ব্লকবাস্টার হলে বাংলা ইন্ডাস্ট্রিরই মঙ্গল।”