2026 FIFA WORLD CUP : ১ বছর বাকি থাকতেই কোন ১৮ দল ইতিমধ্যেই নিজেদের জায়গা পাঁকা করলো?

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:১৯:  ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছে। এই প্রথমবারের মতো ৪৮টি দল টুর্নামেন্টে অংশ নেবে, এর আগে যার সংখ্যা ছিল ৩২। ফলে বিশ্বজুড়ে চলতে থাকা বাছাইপর্বে এখন উত্তেজনার পারদ চড়ছে। এক বছরেরও কম সময় বাকি থাকতে ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার জন্য ১৮টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

আসন্ন ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়,যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে। হোম কান্ট্রি হিসেবে এই তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

এশিয়ার বাছাইপর্ব থেকে এখনও পর্যন্ত মোট ছয়টি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে। সেই দেশগুলো যথাক্রমে জাপান,ইরান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া। তবে এই তালিকায় চমক হিসেবে উঠে এসেছে যেই দুই দেশ সেটা হলো জর্ডান এবং উজবেকিস্তান, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

ওশেনিয়া অঞ্চল কোটা থেকে স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডই বিশ্বকাপে উঠেছে, কারণ এই অঞ্চলে তাদের প্রতিদ্বন্দ্বী তেমন শক্তিশালী নয়।

দক্ষিণ আমেরিকা (CONMEBOL) ফুটবল সবসময়ই বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক।আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং কলম্বিয়া বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

আফ্রিকার (CAF) বাছাইপর্ব থেকে এখনও পর্যন্ত দুটি দেশ নিজেদের জায়গা করে নিয়েছে —মরক্কো এবং তিউনিসিয়া। মরক্কো গতবারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল, তাই এবারও তাদের প্রতি প্রত্যাশা আকাশছোঁয়া।

সব মিলিয়ে, এখনও ৩০টি স্থান খালি রয়েছে। আগামী কয়েক মাসে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের বাছাইপর্ব শেষ হলে পুরো ৪৮ দলের তালিকা স্পষ্ট হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen