21 July Shahid Dibas: তিনটি ধাপের মঞ্চে একসঙ্গে বসবেন ৬০০ জন! কেমন হল তৃণমূলের শহিদ তর্পণের মঞ্চসজ্জা?

July 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
21st July Stage set up
21st July Stage set up

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.২৫ : রাত পোহালেই শহিদ তর্পণ। একুশে জুলাই শহিদ দিবস হল তৃণমূলের সর্ববৃহৎ কর্মসূচি। গোটা বছর রাজ্যের শাসকদলের নেতা কর্মীরা মুখিয়ে থাকেন এই দিনটির জন্য। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশ জুলাই। রাজনৈতিকভাবে এবারের শহিদ সমাবেশের গুরুত্ব অনেকটাই বেশি। মঞ্চ প্রায় প্রস্তুত। বরাবরের মতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি হয়েছে। একসঙ্গে সেখানে বসতে পারবেন প্রায় ৬০০ জন।

কেমন হল মঞ্চসজ্জা? ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় হচ্ছে। এবারের মঞ্চ অনেকটা বড়। মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে শীর্ষ নেতৃত্ব, অতিথি, নির্বাচিত জনপ্রতিনিধি, শহিদ পরিবারের সদস্যরা বসবেন। প্রথম মঞ্চটি মাটি থেকে ১১ ফুট উঁচু, দ্বিতীয় ও তৃতীয়টির উচ্চতা যথাক্রমে ১২ ও ১৩ ফুট। তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের প্রথম সারির শীর্ষ নেতারা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। নির্বাচিত জনপ্রতিনিধিরা মঞ্চের তৃতীয়ভাগে থাকবেন।

দলের সোশাল মিডিয়া পেজে থেকে সমাবেশ সরাসরি সম্প্রচার করা হবে। শহরজুড়ে থাকবে একাধিক জায়েন্ট স্ক্রিন। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড চত্বরে ১৫টি জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন।

সোমবার কলকাতায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঞ্চ ঘেরা হচ্ছে না, প্রতিবারের মতো খোলাই থাকছে। একুশে জুলাই বৃষ্টিতে ভিজেই কর্মীদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। দলনেত্রীর মতে, বৃষ্টি আশীর্বাদের মতো নেমে আসে শহিদ স্মরণের দিনটিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen