নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৬

বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯০০।

April 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিম্নমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ। বাংলায় একদিনে আক্রান্ত ২৬ জন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে কমল পজিটিভিটি রেটও।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। যা বুধবারের তুলনায় সামান্য কম। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯০০। ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত করোনা ২১ হাজার ২০০ জনের প্রাণ কেড়েছে। বঙ্গে ভাইরাসের থাবায় মৃত্যুহার ১.০৫ শতাংশ।

গত ২০২০ সালের, মার্চ মাস থেকে করোনায় থাবায় কার্যত বিপর্যস্ত গোটা দেশ। করোনা সংক্রমণ রুখতে প্রথম থেকেই নমুনা পরীক্ষার উপরেই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৭৮টি। এখনও পর্যন্ত মোট ২কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৯৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.২৭ শতাংশ। একদিনে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৯৪ হাজার ৩৭৯। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়ে গিয়েছে। এদিন ২২ লক্ষ ৮৭ হাজার ৮১৩টি প্রিকশন ডোজ নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen