দিল্লিতে আজ শুরু হলো ২১তম বাংলা বইমেলা

গোলমার্কেটের বঙ্গসংস্কৃতি প্রাঙ্গণ ও মুক্তধারায় আয়োজিত এই বইমেলায় আজ থেকে কলকাতা ও দিল্লির একঝাঁক প্রকাশকের উপস্থিতি।

September 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দিল্লিতে আজ শুরু হলো ২১তম বাংলা বইমেলা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত রাজধানীর ২১তম বাংলা বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এই বইমেলা চলবে সোমবার ২ অক্টোবর পর্যন্ত।

গোলমার্কেটের বঙ্গসংস্কৃতি প্রাঙ্গণ ও মুক্তধারায় আয়োজিত এই বইমেলায় আজ থেকে কলকাতা ও দিল্লির একঝাঁক প্রকাশকের উপস্থিতি। অন্য বছরের মতোই থাকছে সাহিত্য সভা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিল্লির বাংলা মিডিয়ামের স্কুলগুলির ছাত্রছাত্রীদের একাধিক কর্মসূচিতে চারদিন ধরে বাংলা সংস্কৃতির চর্চা চলবে। থাকবে মুক্তমঞ্চ।

এই বইমেলাকে ঘিরে উৎসাহ প্রমাণ করে যে সারা বছর হিন্দি ও ইংরাজি ভাষার আবর্তে থেকেও দিল্লির বাঙালি এবং অবশ্যই নতুন প্রজন্মও যে বাংলা ভাষাকে অন্তরে লালন করে চলে, মনে করছেন আয়োজকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen