আজ তৃণমূলের শহিদ দিবস সমাবেশ, জেনে নিন রাস্তাঘাটের হাল-হকিকৎ

সকাল ১১টায় সমাবেশ শুরু হয়. তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর সম্ভাবনা: দুপুর ১২.৩০। সমাবেশটি শেষ হতে পারে: দুপুর ২টো নাগাদ।

July 21, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির জন্য মধ্য কলকাতার প্রায় সমস্ত রাস্তা যা এসপ্ল্যানেডের দিকে যাচ্ছে, তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত সমাবেশে সারা রাজ্য থেকে কয়েক লাখ লোকের যোগদানের সম্ভাবনা রয়েছে।

সকাল ১১টায় সমাবেশ শুরু হয়. তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর সম্ভাবনা: দুপুর ১২.৩০। সমাবেশটি শেষ হতে পারে: দুপুর ২টো নাগাদ।

শুক্রবার ভোর থেকে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলের দিকে রওনা হবে সমর্থকরা। কাজে বেরোলে যে রাস্তাগুলো আজ এড়িয়ে চলা উচিত:

  • শিয়ালদহ স্টেশন থেকে: এজেসি বোস রোড-মৌলালি-এসএন ব্যানার্জি রোড-ডোরিনা ক্রসিং-জেএল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট
  • শ্যামবাজার পাঁচ-পয়েন্ট ক্রসিং থেকে: ভূপেন বোস অ্যাভিনিউ-বিধান সরণি-কলেজ স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট-গণেশ চন্দ্র অ্যাভিনিউ-সেন্ট্রাল অ্যাভিনিউ
  • হাওড়া ব্রিজ থেকে: স্ট্র্যান্ড রোড-কিংসওয়ে-প্লাসি গেট রোড-রেড রোড-মায়ো রোড-নিউ রোড-জেএল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট
  • হাজরা ক্রসিং থেকে: এসপি মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জেএল নেহেরু রোড
  • গিরিশ পার্ক থেকে: সেন্ট্রাল অ্যাভিনিউ
  • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে: অকল্যান্ড রোড-স্ট্র্যান্ড রোড-কিংসওয়ে পলাসি গেট রোড-কচ্ছ পাথওয়ে হয়ে তালতলা গ্রাউন্ড-রেড রোড-মায়ো রোড-ডোরিনা ক্রসিং-জেএল নেহেরু রোড
  • গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে: রাসবিহারী সংযোগকারী-হাজরা ক্রসিং
  • কলকাতা রেল স্টেশন থেকে: রায়চরণ সাধুখান রোড-আরজি কর রোড-শ্যামবাজার পাঁচ-পয়েন্ট ক্রসিং-বিধান সরণি-কলেজ স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট-গণেশ চন্দ্র অ্যাভিনিউ-সেন্ট্রাল অ্যাভিনিউ

কী কী চলবে-

  • রাস্তায় বেসরকারি বাস কম থাকার সম্ভবনা।
  • ক্যাব অপারেটররা জানিয়েছেন, অল্প সংখ্যক গাড়ি চলবে তবে সন্ধে থেকে।
  • সকাল থেকে অটোরিকশা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ইউনিয়ন নেতারা।
  • মেট্রো রেলওয়ে তার সাধারন সাপ্তাহিক কোটা ২৮৮টি ট্রেন চালাবে। প্রথম এবং শেষ ট্রেনগুলি দমদম এবং কবি সুভাষ (নতুন গড়িয়া) এর টার্মিনাল স্টেশনগুলি থেকে সকাল ৬.৫০ এবং ৯.৪০ টায় ছেড়ে যাবে। প্রথম এবং শেষ ট্রেনগুলি সকাল ৭টা এবং ৯.২৮ মিনিটে দক্ষিণেশ্বর ছাড়বে।

আবহাওয়া

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নাকচ করেছে আবহাওয়া দপ্তর। তবে হালকা বৃষ্টি হতে পারে।

পুলিশ হেল্পলাইন

  • সমস্যায় পড়লে, হেল্পলাইন: 100
  • পুলিশ কন্ট্রোল রুম: 033-22143230
  • ট্রাফিক কন্ট্রোল রুম: 033-22143644
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen