দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, তা সাড়ে ৩ লক্ষের কাছাকাছি

January 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, তা সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। উদ্বেগ বাড়িয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭০৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৭৩১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট সামান্য কমে হয়েছে ১৭ দশমিক ২২ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৫০।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৫৮ জন। 

বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লক্ষ ৮৩ হাজার ৮৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৮৬৭।

এদিকে, দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে নীচের সারিতে বাংলা। কেন্দ্রীয় সরকারের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি বাংলায় ৫৩ শতাংশ কিশোর-কিশোরী ভ্যাকসিন পেয়েছে। এই হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen