স্বাস্থ্য সাথী নিয়ে কঠোর রাজ্য – ২৩ হাসপাতালকে জরিমানা

মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাবের জেরে গত তিন মাসে মোট ২৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে রাজ্য।

May 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত অন্যতম সফল প্রকল্প স্বাস্থ্যসাথী। রাজ্যের এই স্বাস্থ্য বীমা প্রকল্প ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। এই প্রকল্প রূপায়নে ইতিমধ্যেই কঠোর মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেরানো যাবে না এই কার্ড, নির্দেশ তাঁর। পাশাপাশি, এই প্রকল্প নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না, বুঝিয়ে দিয়েছিলেন মমতা।

মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাবের জেরে গত তিন মাসে মোট ২৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে রাজ্য। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলীর সহ দক্ষিণের বিভিন্ন জেলায় অবস্থিত এই হাসপাতালগুলো। মোট জরিমানার পরিমাণ ৫ কোটি ৩১ লক্ষ ২৫ হাজার টাকা। ইতিমধ্যেই জরিমানার সিংহভাগ ৯৫ শতাংশ অর্থ বাজেয়াপ্ত করেছে স্বাস্থ্য দপ্তর।

সূত্রের খবর, ২৩টি হাসপাতালের মধ্যে কলকাতার দু’টি, উত্তর ২৪ পরগনার একটি, দঃ ২৪ পরগনার চারটি, হুগলীর একটি, নদীয়ার চারটি, বীরভূমের দু’টি, বাঁকুড়ার চারটি, পূর্ব মেদিনীপুরের একটি এবং মালদহ, মুর্শিদাবাদের দু’টি করে হাসপাতাল বা নার্সিংহোম রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen