২৫ বছরে পা দিল ‘কুছ কুছ হোতা হ্যায়’, অঞ্জলীকে ‘মিস’ করল ‘ধর্ম প্রোডাকশন’

১৬ অক্টোবর, ১৯৯৮। এদিন বড়পর্দায় মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’

October 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬ অক্টোবর, ১৯৯৮। এদিন বড়পর্দায় মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’। গত রবিবার, ২৫ বছরে পা দিতেই বলিউডের অন্যতম ব্লকবাস্টার, এই সিনেমাটির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হল মুম্বইয়ে।

বিশেষ এই স্ক্রিনিংয়ে দর্শকরা পেলেন সারপ্রাইজ। কারণ সেখানে পৌঁছে যান করণ জোহর, রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান। তবে ছবির অন্যতম নায়িকা কাজল এদিন উপস্থিত থাকতে পারেননি। স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

আসলে পরিচালক ও দুই অভিনেতাকে ২৫ বছরে এই প্রথম একসঙ্গে দেখা যায়এদিনের অনুষ্ঠানে । ‘ধর্ম প্রোডাকশন’-এর সোশ্যাল হ্যান্ডল থেকে প্রকাশিত ছবিতে লেখা হয়, “Missing our Anjali the most today!” অর্থাৎ তাঁরা মিস করেছেন পর্দার অঞ্জলি কাজলকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen