রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ প্রায় তলানিতে, ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ২১৫

পুরভোটের আবহেও রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি

February 27, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

পুরভোটের আবহেও রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফে স্বস্তি। আরও কমল করোনা সংক্রমণ। যদিও মৃত্যুর হার একই রয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ২১৫ জন, শনিবার যা ছিল ২৩৬। একদিনে করোনার বলি রাজ্যের ৩ জন। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। এখানকার কোভিড গ্রাফ খানিকটা চিন্তায় রাখছে। তবে রাজ্যে কমেছে পজিটিভিটি রেট, অ্যাকটিভ কেস। সবমিলিয়ে মহামারীর তৃতীয় ধাক্কা সামলে সুস্থতার পথে বেশ খানিকটাই এগিয়ে গেল বাংলা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus)কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ২২০ জন। এনিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের মোট ১৯,৯১,৮৯৯। অ্যাকটিভ কেস এই মুহূর্তে ১৯৪৪, যা ধারাবাহিকভাবে নিম্নমুখী। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৪১১। তার মধ্যে ০.৭৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। শনিবারের তুলনায় তা খানিকটা কম। 

এবার আসা যাক জেলাভিত্তিক করোনা পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। একদিনে কোভিড পজিটিভ ৪৩ জন। তারপরই রয়েছে কলকাতা, এখানে ৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন একদিনে। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর। দুই জেলাতেই একজন করে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে জারি কোভিড বিধিনিষেধ। যদিও এই দফায় বেশ কিছু নিয়ম শিথিল করেই তা চলছিল। ফলে রাজ্যবাসী সতর্কতার মাঝেও মসৃণভাবে দৈনন্দিন জীবন কাটাচ্ছিলেন। এরপর কি আরও বাড়বে কোভিড বিধিনিষেধের মেয়াদ?  সে বিষয়ে এখনও  নবান্নের তরফে কিছু জানা যায়নি। রবিবার পুরভোটের শেষে বুধবার ফলপ্রকাশ। ফলে সেসময়ও জমায়েত এড়াতে কোভিড নিষেধাজ্ঞা জারি হতে পারে নতুন করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen