বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃত ২৭

রাজ্য সরকারও মৃতদের পরিবারকে ২ লক্ষ করে সাহায্য করবে।

June 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার বজ্রাঘাতে (lightling) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে হুগলি জেলায় ১০ জন এবং মুর্শিদাবাদ জেলায় ৯ জন মারা গিয়েছেন। এছাড়াও বহরমপুরে দু’জন ও সূতির আহিরণে একজন মারা গিয়েছেন।

হুগলিতে এদিন দশজনের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় মহানাদের হারুণ রশিদ (৪২), হরিপালের অযোধ্যার দিলীপ ঘোষ (৫০) ও চাঁপাডাঙার রশিদপুরের বাসিন্দা সঞ্জীব সামন্ত (৪৩) মারা যান। বাড়ির কাছেই মারা গিয়েছেন সিঙ্গুরের নসিবপুরের সুস্মিতা কোলে (৩৯)। পিয়াসড়ার পাঁচগাছিয়ার চাষি শৈল মালিক (৪২), খানাকুলের বালিপুর গ্ৰামের দম্পতি হেমন্ত গুছাইত ও মালবিকা গুছাইত, জগন্নাথপুরে শিশির অধিকারী (৬৮) নামে এক বৃদ্ধেরও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। এছাড়া গোবিন্দপুর গ্রামের কানাই লহড়ি (৭৮) ও গোঘাটের নরসিংহবাটির আনন্দ রায় মারা গিয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার চন্দ্রপুরে লাল্টু বাগ (৬০) বাজ পড়ে মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মাঠে কাজ করার সময় অরুণ মণ্ডল (৪০) ও অর্চনা রায় (৩৫) মারা যান। নদীয়ার নবদ্বীপ থানার রানিরচড়ার চাকিপাড়া জজঘাটের মধুসূদন দাসের (৩৬) মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার রাজশহর গ্রামে গৌরাঙ্গ মাজি (২৪) ও ময়না থানার গোড়ামহাল গ্রামে শম্পা মণ্ডল (২৫) নামে এক বধূর মৃত্যু হয়েছে। বাঁকুড়াতেও মৃত্যু হয়েছে দু’জনের। মৃত ও আহতদের পরিবারপিছু যথাক্রমে ২ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মর্মাহত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।’ রাজ্য সরকারও মৃতদের পরিবারকে ২ লক্ষ করে সাহায্য করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen