১৭৭ দিন পর হাজার ছাড়াল বাংলার দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১,০৮৯ জন
করোনার নতুন স্ট্রেন ওমিক্রন ঘুম উড়িয়েছে দেশবাসী
Authored By:

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron) ঘুম উড়িয়েছে দেশবাসীর। এরই মাঝে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। ১৭৭ দিন পর এই একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে হাজারের বেশি। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ১,০৮৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৫৪০ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৫ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ কিছুটা কম।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩২, ৯০৬।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হাওড়া ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৪৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৫, ৮৩৪। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.৮৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।