গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১,৫৭৪ জন, পজিটিভিটি রেট ০.৯৫%
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৫৭৪ জন। পজিটিভিটি রেট ০.৯৫ শতাংশ।
October 29, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৫৭৪ জন। পজিটিভিটি রেট ০.৯৫ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.০৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৮০২ জন। একদিনে করোনায় মৃত ৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৯ হাজার ০০৮ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২ লক্ষ ৮৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬১ জন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।