গত ২৪ ঘন্টায় রাজ্যে অনেকটা কমলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা
উৎসবের মরশুমে কমল করোনায় প্রাণহানি
Authored By:

উৎসবের মরশুমে কমল করোনায় (Corona Virus) প্রাণহানি। কমেছে কলকাতার মৃত্যুও। তবে বেড়েছে দৈনিক সংক্রমণ। এদিকে শনিবার ঊর্ধ্বমুখী হল রাজ্যের কোভিডগ্রাফ। তবে অনেকটা কমেছে দৈনিক মৃত্যু। চিন্তা বাড়িয়েছে রাজ্যের সুস্থতার হারও। কারণ, এদিন দৈনিক করোনা আক্রান্তের চেয়ে কম কোভিডজয়ীর সংখ্যা।
শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। শুক্রবার সেই সংখ্যাটা ছিল ৭০৮। সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তিলোত্তমায় মোট ১৪৯ জন বাসিন্দার শরীরে একদিনে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১২৪ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া। তিন জেলাতেই মৃত্যু হয়েছে ২ জনের। দার্জিলিং, জলপাইগুড়ি এবং হুগলিতে একজন করে মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ৮১৫ জন করোনা আক্রান্তের প্রাণহানি হয়েছে। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৮০। পজিটিভিটি রেট বা সংক্রমিতের হার ১.৮১ শতাংশ। শুক্রবারের তুলনায় বেড়েছে সংক্রমিতের হার। যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যদপ্তর।
একই সময়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৩ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪৪ হাজার ১৪৪জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৩২ শতাংশ।
করোনা সংক্রমণ কাদের হয়েছে, তা একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। তাই উপসর্গ দেখামাত্রই পরীক্ষা করানোর কথাই বলেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৮২ লক্ষ ২৭ হাজার ৩৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে।