দু-সপ্তাহ যেতেই আবার মণিপুরে গুলিতে তিন গ্রামবাসীর মৃত্যু

হিংসার কান্ড শুরু হওয়ার পর থেকে ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৩,০০০ এরও বেশি আহত হয়েছে।

August 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দু-সপ্তাহ যেতেই আবার মণিপুরে গুলিতে তিন গ্রামবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার ভোরে মণিপুরের উখরুল জেলায় নতুন করে হিংসার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছেন তিন জন। প্রায় ২ সপ্তাহ পরে এই রাজ্যে আবার এরকম কোনও কান্ড ঘটলো।

মণিপুরের উখরুল জেলার থোয়াই কুকি গ্রামে ব্যাপক গোলাগুলি শুরু হয়, যার ফলে তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, আজ সকালে গ্রাম থেকে প্রচণ্ড গুলির শব্দ শোনার পর তিনজন নিখোঁজ হয়েছেন। শীঘ্রই, গ্রামবাসীরা অনুসন্ধান শুরু করে এবং পরে তাদের মৃতদেহ খুঁজে পায়।

নিহতরা হলেন জামখোগিন হাওকিপ (২৬), থাংখোকাই হাওকিপ (৩৫) এবং হলেনসন বেইট (২৪)।

ঘটনাটি হিংসা-বিধ্বস্ত মণিপুর থেকে সর্বশেষ যেখানে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি ‘উপজাতি সংহতি মার্চ’ সংগঠিত হওয়ার পরে ৩ মে জাতিগত সংঘর্ষ শুরু হয়।

হিংসার কান্ড শুরু হওয়ার পর থেকে ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৩,০০০ এরও বেশি আহত হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর পুলিশ ছাড়াও প্রায় ৪০,০০০ কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen