কোভিড বিধিনিষেধ শিথিলের দিনে সুস্থতার দিকে আরো এক ধাপ এগোল রাজ্য
মৃত্যুহীনতার ধারাবাহিকতা বজায় রেখে এদিনও রাজ্যে করোনায় কোনও মৃত্যুর খবর নেই।
March 31, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কোভিড অতিমারী থেকে সুস্থতার পথে আরও একধাপ এগোল বাংলা, বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমল খানিকটা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড (COVID-19)পজিটিভ ৩৩ জন। বুধবার তা ছিল ৩৭।
মৃত্যুহীনতার ধারাবাহিকতা বজায় রেখে এদিনও রাজ্যে করোনায় কোনও মৃত্যুর খবর নেই। এনিয়ে টানা ৯ দিন কোভিডে মৃত্যুহীন বাংলা। আজকের পজিটিভিটি রেটও মাত্র ০.২৬ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন রাজ্যের ২০,১৭,৩৩৪৮ জন। বেশিরবভাগই সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার সংখ্যা ১৯,৯৫,৫৩৯।