৩১তম KIFF: উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ দিয়ে শুরু, সিনেমার উৎসবে প্রদর্শিত হবে ২১৫টি ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৮:০২: হেমন্তের শহরে সিনেমার পার্বণ। আলো ঝলমলে কলকাতা ফের প্রস্তুত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবকে স্বাগত জানাতে। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF)— যেখানে সেলুলয়েডের পর্দায় মিলবে পৃথিবীর নানা প্রান্তের গল্প, সংস্কৃতি ও অনুভব।
এ বছর উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর মঞ্চ মাতাবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলা সিনেমার কালজয়ী মাইলফলক—অজয় কর পরিচালিত, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’ (১৯৬১)। প্রেম, ত্যাগ আর সংবেদনের সেই সাদা-কালো গল্প দিয়েই শুরু হবে এবারের সিনেমা উৎসবের পর্দা।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এ বছর ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। প্রদর্শিত হবে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার সিনেমা। ফোকাস কান্ট্রি হিসেবে এবার নির্বাচিত হয়েছে পোল্যান্ড, যার ১৯টি উল্লেখযোগ্য ছবি দেখানো হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে Centenary Tribute ও Special Tribute অধ্যায়। Centenary Tribute-এ স্মরণ করা হবে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, সন্তোষ দত্ত, রাজ খোসলা, রিচার্ড বার্টন-সহ কিংবদন্তিদের। অন্যদিকে Special Tribute নিবেদন করা হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র ও শশী আনন্দ কে।
৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক রমেশ সিপ্পি—‘শোলে’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে।
প্রতি বছরের মতো এবারও থাকছে বাংলা প্যানোরামা বিভাগ, যেখানে প্রদর্শিত হবে সাম্প্রতিক সেরা বাংলা চলচ্চিত্র। এছাড়াও থাকছে তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং প্রতিযোগিতা বিভাগ।
প্রতি বছর যেমন, এবারও KIFF প্রমাণ করবে—সিনেমা শুধু বিনোদন নয়, এটি ভাবনা ও সংস্কৃতির এক মিলনমঞ্চ। এক সপ্তাহের জন্য শহর রূপ নেবে “সেলুলয়েডের রাজধানী”-তে। উত্তম-সুচিত্রার প্রেমের সেই চিরন্তন আলোয় জ্বলে উঠবে কলকাতার রাত।