থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে ২৩ শিশুসহ ৩৪ জনকে খুন করে আত্মহত্যা খুনির

বিদেশী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই পুলিশ আধিকারিককে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিল।এই হামলার কারণ ঠিক কী তা নিয়ে তদন্ত করছে সেখানকার পুলিশ।

October 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে ২৩ শিশুসহ ৩৪ জনকে খুন, ছবি সৌজন্যেঃ reuters

থাইল্যান্ডের (Thailand) উত্তরপূর্বে নং বুয়া লম্ফু শহরে একটি ডে-কেয়ার সেন্টার, ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালিয়ে (shooting) প্রায় ২৩টি শিশু সহ ৩৪ জনকে খুন করে তারপর আত্মহত্যা করেছেন প্রাক্তন এক পুলিশ আধিকারিক, এমনটাই জানা যাচ্ছে বিদেশী সংবাদ সংস্থার খবরে। বন্দুকবাজের হামলায় জখম হয়েছেন আরও বেশ কিছু মানুষ।

বিদেশী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই পুলিশ আধিকারিককে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিল।এই হামলার কারণ ঠিক কী তা নিয়ে তদন্ত করছে সেখানকার পুলিশ। শুধু গুলি চালিয়েই নয়, শিশু ও প্রাপ্তবয়স্কদের কুপিয়েও হত্যা করেছে এই আততায়ী, জানা গিয়েছে পুলিশ সূত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen